parbattanews

রোহিঙ্গাবহনকারী ৬ নৌকাসহ ৮ রোহিঙ্গাকে ফেরত

রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গা বহনকারী ৬ টি নৌকা এবং উখিয়া সীমান্ত থেকে ৮ রোহিঙ্গাকে ফেরত পাটিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার ভোর থেকে সকাল পর্যন্ত নাফ নদীর ৩ পয়েন্ট দিয়ে এবং উখিয়া সীমান্তের শূন্য রেখা হতে এসব রোহিঙ্গাবহনকারী নৌকা ও রোহিঙ্গা ফেরত পাটানো হয়।

বিজিবি জানায়, মিয়ানমারে সহিংসতার পর থেকে প্রতিদিনই নাফ নদী দিয়ে ছোট ছোট নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। তারা সীমান্ত পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করছে।

নভেম্বর মাসে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূণ্যরেখা থেকে রোহিঙ্গা বোঝাই আড়াইশ’র মত নৌকা ফেরত পাঠানো হয়। এ সব নৌকাতে দুই হাজারেরও বেশি রোহিঙ্গা ছিল বলেও জানায় বিজিবি।

Exit mobile version