parbattanews

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফ সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন

damdamia-pic-01-copy

নিজস্ব প্রতিবেদক:

মিয়নমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীদের দমন অভিযানের মুখে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। এই অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফ সীমান্তে অতিরিক্ত টহল জোরদার করেছে বিজিবি।

বুধবার থেকে টেকনাফ সীমান্তে অতিরিক্ত তিন প্লাটুন বিজিবি সদস্য পাঠানো হয়েছে বলে জানান বিজিবি টেকনাফস্থ ২ নং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। এছাড়া বিজিবি মোতায়েনের পাশাপাশি রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক কর্মসূচিও নেওয়া হচ্ছে।

সীমান্তের ট্রানজিট ঘাট বন্ধ থাকায় অনেক রোহিঙ্গা অবৈধভাবে সীমান্ত পার হয়ে অনুপ্রবেশে এ চেষ্টা চালাচ্ছে। নভেম্বর মাসে থেকে এ পর্যন্ত অনুপ্রবেশ করা ১৪৯ জনকে প্রতিহত করেছে বিজিবি সূত্রে জানা গেছে।

Exit mobile version