parbattanews

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে মিয়ানমার সরকারের ১০ সদস্যের প্রতিনিধি দল

কক্সবাজার প্রতিনিধি:

মার্কিন রাষ্ট্রদূত বর্নিকাট, জাতি সংঘের কফিআনান কমিশনসহ অন্তত ১০জন রাষ্ট্রদূতের পরিদর্শনের পর এবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন মিয়ানমারের একটি প্রতিনিধি দল। সোমবার সকালে মিয়ানমার সরকারের রাষ্ট্রীয় পরামর্শক অংসানসূচি কতৃক গঠিত ১০ সদস্যের এ প্রতিনিধি দল উখিয়ার নিবন্ধিত ও অনিবন্ধিত কয়েকটি শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। পরে তারা একই ভাবে টেকনাফের কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পঘুরে দেখার কথা রয়েছে।

এর আগে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

জেলা প্রশাসক জানান, মিয়ানমার থেকে নতুন করে আসা রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করতে কক্সবাজারে এসেছেন মিয়ানমারের ১০ সদস্যের এ প্রতিনিধি দল। প্রায় এক ঘন্টা আলাপ কালে মিয়ানমার বাংলাদেশের সম্পর্কের উন্নয়নসহ রোহিঙ্গা সমস্যা নিয়ে নানা আলাপ আলোচনা হয়।

প্রতিনিধি  দলটি কিভাবে উভয় দেশের সম্পর্কের উন্নয়ন করা যায় তার উপায় নিয়ে আলাপ-আলোচনা করেছেন। এছাড়া রোহিঙ্গাদের সম্পর্কে খোঁজ খবর নেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, তদন্তকারী দলের ৫ সদস্য ত্যং তুই থেট, তুনমায়ার্ট, নিয়াট সোয়ে, থেট থেট ঝিন, নিয়াননাই ম্যান।

Exit mobile version