parbattanews

‘রোহিঙ্গা ইস্যুতে সবাই বলছে, ইতিবাচক কিছু করছে না’

সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক অঙ্গন থেকে আমাদের সমর্থন দেয়া হচ্ছে। কিন্তু তারা ইতিবাচক কিছু করছেন না। আলোচনা করলেই তারা বলেন, ‘হ্যাঁ, তাদের (রোহিঙ্গা) ফিরে যাওয়া উচিত।’ কিন্তু তারা ইতিবাচক কিছু করছে না, কেন, এটা আমার প্রশ্ন।”

মানবাধিকারের কথা চিন্তা করে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যখন তারা বিপদে ছিল, আমরা তাদের দেশে ঢুকতে দিয়েছি, তাদের জন্য সব ব্যবস্থা করেছি। ৪০ হাজার নারী গর্ভবতী ছিল। তাদের খাবার ও চিকিৎসা দিয়েছি। প্রথমে কেউ এগিয়ে আসেনি, আমাদের দেশের লোকজন তাদের সহায়তা করেছে।’

তবে রোহিঙ্গাদের বোঝা আর টানা সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘এখন যেখানে রোহিঙ্গা ক্যাম্প, ওই এলাকার পরিবেশ পুরো ধ্বংস হয়ে গেছে। ওখানে গভীর জঙ্গল ছিল, সেটা এখন নেই। তারা এখন একে অপরের সঙ্গে মারামারি করছে। তারা মানব পাচার, মাদক পাচারে জড়িয়ে পড়ছে। এতে আমাদের নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আপনিই বলুন, কোন দেশ কীভাবে ১০ লাখের বেশি মানুষের বোঝা কতদিন বয়ে যাবে? দিন দিন এটা আরও বড় হচ্ছে, আমরা এই বোঝা কতদিন টানব? তাদের উচিত নিজেদের দেশে ফিরে যাওয়া।’

রোহিঙ্গাদের বোঝা চিরদিনের জন্য বাংলাদেশের ওপর চাপিয়ে দেয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে, মানবাধিকার সংস্থা, জাতিসংঘকে অনুরোধ করেছি। তারা যাতে রোহিঙ্গাদের নিজেদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে, এটা তাদের দায়িত্ব। তারা এই বোঝা চিরদিনের জন্য আমাদের ওপর চাপিয়ে দিতে পারে না। এমনিতেই আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি। আমাদের স্থানীয় মানুষজন অনেক দুঃখকষ্ট ভোগ করছে।’

এ ছাড়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বাংলাদেশের নির্বাচন, মার্কিন নিষেধাজ্ঞা, গণতান্ত্রিক ব্যবস্থা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। তিনি বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট নিরসনে সত্যিকারের পদক্ষেপ নিতে আহ্বান জানান।

সূত্র: বিবিসি

Exit mobile version