parbattanews

রোহিঙ্গা, কাশ্মীরি, ফিলিস্তিনিদের উপর সীমাহীন নিপীড়ন মুসলিম বিশ্বের ব্যর্থতা: পাক পররাষ্ট্র মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

রোহিঙ্গা, কাশ্মীর, ফিলিস্তিনি ও অন্যান্য সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন বন্ধ করতে না পারা মুসলমান বিশ্বের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বের একটি সমষ্টিগত ব্যর্থতা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ টুইটারে এক বার্তায় এ কথা বলেছেন।

পররাষ্ট্রমন্ত্রী সোমবারে টুইটারে পর পর কয়েকটি বার্তায় বলেন, ধর্ম বা জাতি নির্বিশেষে নিপীড়নের শিকার মানুষদের পক্ষে পাকিস্তান সমর্থনের ক্ষেত্রে অগ্রগামী হয়েছে। আসিফ বলেন,  ফিলিস্তিনিদের মাতৃভূমির জন্য সংগ্রামে পাকিস্তানিরা সবসময় হৃদয়ের অন্তঃস্থল থেকে সমর্থন করে যাবে এবং বাস্তবিকভাবেও যথাসাধ্য সাহায্য করা চেষ্টা করছে।

তিনি বলেন, উপমহাদেশে পাক-ভারত সম্পর্ক ও শান্তি ছলনাময় রয়ে গেছে। কাশ্মীরিদের স্বশাসনের অধিকারের পক্ষে পাকিস্তানিদের অবস্থান শাশ্বত থাকবে। মন্ত্রী বলেন, ” প্রক্সি আফগান যুদ্ধে পাকিস্তান তিন মিলিয়নেরও বেশি আফগান শরণার্থীদের আশ্রয় দিয়েছে এবং হাজার হাজার রোহিঙ্গা পাকিস্তানী পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে অবস্থান করছে।”

Exit mobile version