parbattanews

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

টেকনাফের নয়াপাড়া রেজিষ্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে। তবে অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

এপিবিএনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, রবিবার (৮ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিষ্ট্রার্ড এপিবিএন ক্যাম্পের সহকারি পুলিশ সুপার এটিএম তোফাজ্জল হোসেন এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফয়জুল আজিম নোমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় জাকির ডাকাত প্রকাশ জকির ডাকাতকে গ্রেফতারের লক্ষ্যে নয়াপাড়া রেজিষ্ট্রার্ড ক্যাম্পের এইচ ব্লকে অভিযান পরিচালনা করে।

এ সময় উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি চালিয়ে একটি একনালা বন্দুক,তিন রাউন্ড কার্তুজ এবং অবৈধ মাদকদ্রব্য ৯৫০ পিস ইয়াবা ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযানকারী এপিবিএন দল অস্ত্র ও ইয়াবা উদ্ধার করে। সংশ্লিষ্ট অফিসার সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

Exit mobile version