parbattanews

রোহিঙ্গা ক্যাম্পে করোনা টিকা কার্যক্রম পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে করোনা টিকাদান কার্যক্রম ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান পরিদর্শন করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

বুধবার (৯ ফেব্রুয়ারি) উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প ২-ডাব্লিউ তে আইওএম পরিচালিত হাসপাতাল ও কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিদর্শনকালে সেখানকার সার্বিক কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। হাসপাতালের বিভিন্ন সেবা বিভাগ ঘুরে দেখেন। এসময় মহাপরিচালক ক্যাম্পে কর্মরত সেবাদানকারী ও ক্যাম্পে আগত সেবা গ্রহণকারীদের সাথে কক্সবাজারের আঞ্চলিক ভাষায় কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের যুগ্ম সচিব আবদুস সালাম খান, চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) হাসান শাহরিয়ার কবির, কক্সবাজার সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান, মহাপরিচালকের গণসংযোগ কর্মকর্তা মো. আককাস আলী শেখ, আইওএম এর উর্ধতন কর্মকর্তা, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন উপস্থিত ছিলেন।

Exit mobile version