parbattanews

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিদেশি নাগরিকের মৃত্যু

পার্বত্যনিউজ ডেস্ক:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এক বিদেশি নাগরিকের স্বাভাবিক মৃত্যু হয়েছে। আফ্রিকান এই নাগরিকের নাম ফ্রান্সচইস নাবারু গিনেনি (৪০)। তিনি উখিয়ার শফিউল্লাহকাটা রোহিঙ্গা ‘এমএসএফ’ নামের একটি এনজিওতে কর্মরত ছিলেন।

শনিবার (২ ডিসেম্বর) সকালে ভাড়া বাসায় বুকে ব্যথাজনিত রোগে আক্রান্ত হয়ে তার আকস্মিক মৃত্যু হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নিকারুজ্জামান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রবিবার (৩ ডিসেম্বর) সকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

ইউএনও জানান, আফ্রিকার ভার্কনিয়া পাচো দেশের এই নাগরিক গত ৭ অক্টোবর বাংলাদেশে আসেন এবং রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ম্যানেজার হিসেবে নিয়োজিত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি সে দেশের দূতাবাসকে জানানো হয়েছে।

Exit mobile version