parbattanews

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে হতাহত দুই


কক্সবাজার প্রতিনিধি:

টেকনাফের হ্নীলা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে স্বশস্ত্র দুর্বৃত্ত দলের গোলাগুলিতে একজন নিহত ও অপর ১জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আইসি মো. কবির হোসেন রোহিঙ্গা স্বশস্ত্র গ্রুপের হামলায় ১জন নিহত ও গুলিবিদ্ধ অপরজন হাসপাতালে চিকিৎসাধীন থাকার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, ১২ মার্চ রাত ১০টার দিকে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। এঘটনায় পুরো ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে।

রোহিঙ্গাদের সাথে কথা বলে জানা যায়, মৃত ডাকাত নুরুল আলমের অনুসারী সাদেক, সেলিম, রফিক, নুর ছালাম ও জকিরের নেতৃত্বে একদল স্বশস্ত্র রোহিঙ্গা দূবৃর্ত্ত গ্রুপ ‘এইচ’ ব্লকে এসে এমআরসি নং-৬১০০১, শেড নং-৬৪০, রোম নং-৬ এর বাসিন্দা আজিম উল্লাহর পুত্র মোহাম্মদ হোছন প্রকাশ পুলাইয়া (২৪) ও এমআরসি নং-১২৩৬৫, শেড নং-৬৪৬, রোম নং-৫ এর বাসিন্দা মৃত শামসুদ্দিনের পুত্র মো. ইলিয়াছ প্রকাশ জজাইয়াকে (২৭) লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এতে ঘটনাস্থলে মোহাম্মদ হোছন প্রকাশ পুলাইয়া মারা যায়। হঠাৎ করে গুলির শব্দে সাধারণ রোহিঙ্গারা আতঙ্কিত হয়ে কেউ বাড়ি থেকে বের হয়নি। প্রায় আধ ঘন্টা পর লোকজন জড়ো হয়ে অপর গুলিবিদ্ধ ইলিয়াছ প্রকাশ জজাইয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়েছে।

Exit mobile version