parbattanews

রোহিঙ্গা ক্যাম্পে ছাঁটাইকৃতদের পুনঃনিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

মেয়াদ থাকা স্বত্ত্বেও চাকরি থেকে অন্যায়ভাবে ৮ স্থানীয়কে অপসারণ করেছে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভলপমেন্ট অরগানাইজেশান (ইএসডিও)।

এমন অভিযোগের প্রেক্ষিতে অপসারিতদের পুনঃনিয়োগের দাবিতে ইএসডিওর প্রকল্প কেন্দ্রের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৩ মে) সকালে উখিয়ার ১২নং ও টেকনাফের ২৫ নং রোহিঙ্গা ক্যাম্পে উখিয়া পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটির ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বিভিন্ন ব্যানার পেস্টুন নিয়ে ৩ শতাধিক স্থানীয় তরুণ-তরুণীসহ ভুক্তভোগীরা অংশ নেন।

এ সময় পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি রবিউল হোসাইন বলেন, ক্যাম্প প্রশাসনের নির্দেশনা না মেনে অপসারিতদের পরিবর্তে নতুন নিয়োগ দিয়েছে ইএসডিও।

এদিকে, চাকরি হারিয়ে ভুক্তভোগীরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা জানান, ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ থাকলেও বেতন থেকে কমিশন না দেওয়ায় মাত্র ৪ মাসের মধ্যেই তাদের অপসারণ করা হয়েছে।

অন্যদিকে দাতা সংস্থার যোগ্যতা সংক্রান্ত চাহিদার কারণে তাদের ছাটাই করা হয় বলে জানায় ইএসডিও কতৃপক্ষ।

স্থানীয়দের প্রত্যাশা, এনজিওগুলোর নিয়োগ কার্যক্রম মনিটরিংয়ে প্রশাসন তৎপর হলে এ ধরণের অনিয়ম-বৈষম্য হ্রাস পাবে।

Exit mobile version