রোহিঙ্গা ক্যাম্পে সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ৩ রোহিঙ্গাকে ২ বছরের কারাদণ্ড

fec-image

উখিয়ার কুতুপালং ১৮নং ক্যাম্পে সরকার বিরোধী কর্মকাণ্ড চালানোর সময় ৩জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ২বছর করে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরকার বিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিল দীর্ঘদিন থেকে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ১৮নং ক্যাম্পের ফোর ব্লকের বাসিন্দা নুর আহমদের ছেলে মো. জাকির(২৭), এইচ ব্লকের হাসান আহমদের ছেলে আবু সুফিয়ান(২৮) এবং ২ ব্লকের মো. ইদ্রিস এর ছেলে মো. ইউনুস(২৭)কে আটক করা হয়।

পরবর্তীতে সংশ্লিষ্ট ক্যাম্পের সিআইসি মোহাম্মদ জাহিদ আকতারের কার্যালয়ে উপস্থিত করলে দণ্ডবিধি ৩৫৩ ধারামতে, তাদের প্রত্যেককে ২ বছর করে সাজা প্রদান করে ভ্রাম্যমান আদালত।

সিআইসি’র কার্যালয় সূত্রে জানা যায়, এসব রোহিঙ্গারা বিভিন্ন সময় সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকতেন এবং ঐ ক্যাম্পে ইতিপুর্বে হেড মাঝি শাহাব উদ্দিনকে হত্যার চেষ্টার সাথে সম্পৃক্ত ছিল। এসব অভিযোগে তাদেরকে আটক করে পুলিশ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কারাদণ্ড, রোহিঙ্গাকে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন