parbattanews

রোহিঙ্গা ক্যাম্পে সেভ দ্যা চিলড্রেনের লার্নিং সেন্টার পুড়ে ছাই

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি আন্তর্জাতিক সংস্থার লার্নিং সেন্টার অজ্ঞাত দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

মঙ্গলবার(১৪ জানুয়ারি) ভোর রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক আর-১৮ তে এ ঘটনা ঘটে বলে জানান ক্যাম্পটির ইনচার্জ কাজী ফারুক আহমদ।

দুর্বৃত্তদের আগুনে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্যা চিলড্রেন এর একটি লার্নিং সেন্টারের চাল পুড়ে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ক্যাম্প ইনচার্জ।

তবে কে বা কারা কি কারণে আগুন লাগিয়েছে এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্টরা তদন্ত চালাচ্ছে বলে জানান তিনি।

ক্যাম্প ইনচার্জ কাজী ফারুক বলেন, মঙ্গলবার ভোর ৫টার দিকে উখিয়ার হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সেভ দ্যা চিলড্রেন এর একটি লার্নিং সেন্টারে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে লার্নিং সেন্টারটির চাল পুড়ে গেলেও অন্যান্য মালামালের ক্ষয়ক্ষতিসহ হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, “ অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় রোহিঙ্গাসহ ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে উল্লেখযোগ্য পরিমানের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ”

তবে কে বা কারা কি কারণে আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ক্যাম্প ইনচার্জ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

Exit mobile version