parbattanews

রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণ: নিহত ১

কক্সবাজার প্রতিনিধি:

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হাতির হামলায় ইয়াকুব আলী (৪৫) নামে এক শরণার্থীর মৃত্যু হয়েছে। এসময় হুড়োহুড়িতে আহত হয়েছেন আরো ৬জন। এছাড়া হাতির আক্রমণে বিধ্বস্ত হয়েছে ৬টি ঘর।

শুক্রবার(জানুয়ারি) ভোররাত ৪টার দিকে উপজেলার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এর আগে গেল বছর ১৪ অক্টোবর উখিয়ায় বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির আক্রমণে ৪ রোহিঙ্গা নিহত হন। এর বাইরে সাম্প্রতিক সময় ওই এলাকায় বন্যহাতির আক্রমণে প্রায় ১২জন নিহত হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ভোররাতে দু’টি বন্যহাতি লোকালয় থেকে কিছুটা দূরের ওই রোহিঙ্গা বসতিতে হামলা চালায়। এসময় ঘটনাস্থলেই ইয়াকুব আলী মারা যান। হুড়োহুড়ি করে পালাতে গিয়ে আহত হন পাঁচ-ছয় জন।

Exit mobile version