parbattanews

রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত শিশু উদ্ধার, মূলহোতাসহ আটক ৩

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪ বছরের শিশু অপহরণের ঘটনায় অপহরণ চক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। একই সাথে পুলিশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় ভুক্তভোগী শিশুকে উদ্ধার করা হয়।

রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া টেকনাফের সার্কেলে ও সহকারী পুলিশ সুপার মো. রাসেল।

পুলিশ জানায়, গত বুধবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৬ থেকে মাত্র ২০ টাকার লোভ দেখিয়ে মো. সাদেক (২৩) নামে এক ব্যক্তি অপহরণ করে রায়হান নামে চার বছরের এক শিশুকে এবং তাকে সেখান থেকে নিয়ে যায় টেকনাফ মুচুনি রেজিস্ট্রার ক্যাম্পের পিছনের গহীন পাহাড়ে। সেখানে শিশুটির উপর চালানো হয় পাশবিক নির্যাতন। ভয়ে নির্বাক হয়ে পড়ে শিশুটি। পরে সে নির্যাতনের শব্দ শুনানাো হয় শিশুটির মা-বাবাকে। এছাড়া ২ লাখ টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি প্রদান করা হয়।

বিভিন্ন সোর্সের মাধ্যমে বিষয়টি গতকাল উখিয়া থানা পুলিশের কাছে খবর আসলে তারা দ্রুত টেকনাফ থানা পুলিশকে সাথে নিয়ে গভীর রাতে অভিযান পরিচালনা করে। এরিই মধ্যে পরিবারের কাছে আসতে থাকে শিশুটিকে হত্যার হুমকি। শিশুটির মা-বাবা অন্য রোহিঙ্গা পরিবারের কাছে ধারে ধারে ঘুরে ৪৫ হাজার ৭০০ টাকা যোগাড় করতে সক্ষম হয়। তবে এই টাকায় অপহরণকারীরা ছেড়ে দিতে রাজি হয় না।

গভীর রাতে বিভিন্ন কলাকৌশল ব্যবহার করে জামতলী থেকে গ্রেফতার করা হয় ঘটনার মূলহোতা সাদেককে। পরে তার দেখানো তথ্যমতে মুচুনি সি ব্লকের হোসেন নাম এক ব্যক্তির ঘর থেকে শিশুটি উদ্ধার হয় এবং অপহরণ চক্রের মোহাম্মদ ফয়সাল (২১) এবং মহিলা সদস্য রোকসানা (১৬) আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়টি তারা স্বীকার করে।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয় অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি ভিডিওতে দেখুন:

কক্সবাজারে অ-প-হৃ-ত চার বছরের শিশু উদ্ধার, আটক ৩

Exit mobile version