রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

fec-image

উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে জড়িত কেউ আটক হয়নি।

খবরটি জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।

তিনি জানান, লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট এর এফ এবং বি ব্লকের রাস্তার পাশে অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে উঠে। সংশ্লিষ্টদের অনেকবার সতর্ক করার পরও গুরুত্ব দেয়নি। অবশেষে অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়েছে।

এপিবিএন-এর সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট এর সিআইসি মোছাঃ মেরিনা আফরোজ।

অবৈধ স্থাপনার সঙ্গে জড়িত কাউকে আটক বা সাজা প্রদান করা হয়নি। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ১৪ এপিবিএন অধিনায়ক মো. নাইমুল হক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন