parbattanews

রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি দেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার রাত ২টার দিকে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লক ৬৪ নম্বর শেডের গলির চালার উপর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।

এপিবিএন সূত্রে জানা গেছে, কুতুপালং ক্যাম্প পুলিশ ও টেকনাফ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকের ৬৪-নং শেডের গলির চালার উপরে পরিত্যক্ত অবস্থায় কাপড়ে মোড়ানো একটি দেশি ওয়ান শুটার যার ভিতরে এক রাউন্ড এবং বাহিরে তিন রাউন্ড ৭.৬২ গুলি ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের সন্ধান ও শনাক্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক মো. নাইমুল হক।

Exit mobile version