parbattanews

রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্দেহজনক ৫১জন আটক

ঘুমধুম প্রতিনিধি:

উখিয়ার কুতুপালং ও তৎসংলগ্ন অস্থায়ী আশ্রয় ক্যাম্প থেকে সন্দেহভাজন ৫১ ব্যক্তিকে আটক করেছে।আটককৃতদের থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে উখিয়া থানা পুলিশ। কুতুপালং ও তৎসংলগ্ন ক্যাম্পে ১ ডিসেম্বর রাত ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করে উখিয়া থানায় নিয়ে আসেন ওসি (তদন্ত) মো. মকসুদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ।

আটককৃতরা কুতুপালং পার্শ্ববর্তী ক্যাম্প এলাকায় গভীর রাতে ঘোরাফেরার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ এ অভিযান চালায়। আটকদের মধ্যে ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানার ৫৭/১ হোলিংয়ের মৃত আবু তাহের এর ছেলে আবু ইউসুফের নেতৃত্বে রোহিঙ্গাদের মানবতার সেবাই নিয়োজিত ছিল বলে তারা দাবি করেন। আটকদের যাচাইবাছাই করে দুপুরের দিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ওসি (তদন্ত) মো. মকসুদুল আলম। আটকরা সবাই ঢাকা ও পার্শ্ববর্তী জেলার লোক।

Exit mobile version