parbattanews

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাপানি রাষ্ট্রদূত

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি লাওমার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।

রবিবার (১৬ জুলাই) সকাল পৌনে ১০টা থেকে বেলা সোয়া ২টা পর্যন্ত তিনি টেকনাফের উনচিপ্রাং ২২নং ক্যাম্প, লেদা ২৪নং ক্যাম্প-২৪ ও শালবাগান ২৬নং ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় ঢাকাস্থ জাপান দূতাবাসের থার্ড সেক্রেটারি (প্রটোকল) মি.কাটসোমি সিমমোরা ও অর্থনৈতিক বিষয়ক ও উন্নয়ন সহযোগী বিভাগের সদস্য মিস. ইউ কোনিডা রাষ্ট্রদূতের সফর সঙ্গি ছিলেন।

প্রতিনিধি দল ক্যাম্পের সকল রোহিঙ্গা এবং জাতি সংঘ শরণার্থী সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। বিকেলে প্রতিনিধি দল ক্যাম্প এলাকা ত্যাগ করেন।

টেকনাফস্থ ১৬ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি হাসান বারী নূর সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, “বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতসহ তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি টিম রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে বিকেলে ফিরে গেছেন।”

Exit mobile version