parbattanews

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমার সেনাপ্রধানের বিচার হওয়া উচিত: জাতিসংঘ

পার্বত্যনিউজ ডেস্ক:

জাতিসংঘের মিয়ানমারে মানবাধিকার বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংহি লি মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাংয়ের বিচার দাবি করে বলেন, রোহিঙ্গাদের গণহত্যার দায়ে মিয়ানমারের সেনাপ্রধানের অবশ্যই বিচার হওয়া উচিত।

প্রথমবারের মতো প্রকাশ্যে রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার সেনাপ্রধানের বিচার দাবি করলেন তিনি।

শুক্রবার(২৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করে বলেন, রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যর্পণের আগে দায়ীদের বিচার হওয়া প্রয়োজন ছিল।

বৃহস্পতিবার তিনি রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারের পরিকল্পিত পরবর্তী অস্থায়ী আশ্রয় ভাসানচর দ্বীপ পরিদর্শন করেন। শুক্রবার তিনি সংবাদ সম্মেলনে এবিষয়ে বক্তব্য রাখেন।

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় তিনি থাইল্যান্ড ও বাংলাদেশ সফর করছেন।রোহিঙ্গাদের মানবাধিকার নিয়ে মিয়ানমার সরকারের সমালোচনার কারণে দেশটিতে জাতিসংঘের এই তদন্ত কর্মকর্তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

তথ্যসুত্র: রয়টার্স।

Exit mobile version