parbattanews

রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে মিছিলে উত্তাল ইরান: অভিযোগ ইহুদীবাদী চক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধের দাবিতে আজ(শুক্রবার) বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছে তেহরান।

মুসলমানদের বিরুদ্ধে ওয়াশিংটন এবং তেল আবিবের অব্যাহত ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত করে বিক্ষোভকারী জনতা ‘ইসরাইল ধ্বংস হোক’, ‘আমেরিকা ধ্বংস হোক বলে শ্লোগান দেয়। দক্ষিণপূর্বাঞ্চলীয় এশিয়ার দেশটিতে মুসলিম গণহত্যা অবিলম্বে বন্ধের দাবিও জানান বিক্ষোভ অংশগ্রহণকারী লাখো নারী-পুরুষ। মিছিলে অনেক শিশুকে অংশ গ্রহণ করতে দেখা গেছে।

অব্যাহত গণহত্যা ও সহিংস নির্যাতনের মুখে গত দু’সপ্তাহে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে দেড় লাখের বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। পালাবার পথে নারী-শিশুসহ অনেক রোহিঙ্গা মর্মান্তিক ভাবে মারা গেছেন।

ইহুদীবাদী চক্রান্ত

তেহরানের জুম্মা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মদ আলী মোভাহেদি কেরমানি বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যার পেছনে ইহুদিবাদীদের চক্রান্ত রয়েছে। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানের বিরুদ্ধে পরিচালিত জাতিগত সংখ্যালঘু নিধনের কঠোর সমালোচনা করেন।

চলমান এ গণহত্যার বিরুদ্ধে আমেরিকাসহ বিশ্বের তথাকথিত মানবাধিকার দাবিদারদের নীরবতাই চক্রান্তের প্রমাণ দিচ্ছে বলেও জানান তিনি। তিনি কঠোর ভাষায় এ চক্রান্তের নিন্দা জানান ।

এ ছাড়া খোতবায় ইয়েমেনে সৌদি অব্যাহত আগ্রাসনের বিষয়েও বক্তব্য দেন তিনি। তিনি বলেন, ইসলামের প্রতি আলে সৌদের বিন্দুমাত্র বিশ্বাস নেই।

Exit mobile version