parbattanews

রোহিঙ্গা দুর্বৃত্তরা স্থানীয় এক কৃষকের ৬০ শতক ধান উপড়ে ফেলেছে

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলীপাড়াস্থ রোহিঙ্গা ক্যাম্প-৭ এর বসবাসকৃত রোহিঙ্গা দুর্বৃত্তরা স্থানীয় এক হতদরিদ্র কৃষকের ৬০ শতক বোরো ধান সম্পূর্ণ উপড়ে ফেলেছে। এ নিয়ে স্থানীয় ও রোহিঙ্গাদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ১৬ মার্চ ভোর ৫টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৭ এলাকায় এ ঘটনাটি ঘটে।

ঘটনাস্থল ঘুরে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ক্যাম্প-৭ এ বসবাসকৃত রোহিঙ্গা মৌঃ রফিক, খাইরুল আমিনের ছেলে হেডমাঝি মুহিদুল্লাহ, হেডমাঝি ছৈয়দ নুর, মীর আহমদের ছেলে ছৈয়দ আকবর, ছানাউল্লাহ, জোবাইর, সিদ্দিক মাঝির ব্লকের এনাম, মৌঃ জোবাইর, আনোয়ার শাহ, আবছার ওরফে বুলবুল, জাবের ও আরাফাতের নেতৃত্বে শতাধিক রোহিঙ্গা দুর্বৃত্ত ভোরে এ বোরো ধানের রোপা উপড়ে ফেলেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষক আবদুস ছাত্তার সকালে ঘুম থেকে উঠে নিজের ধান উপড়ে ফেলার দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। বাধা দিতে গেলে উল্টো প্রাণ নাশের হুমকি-ধমকি দেয়। ফলে হতদরিদ্র কৃষক আবদুস ছাত্তারের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছে। ছাত্তার বলেন, চাষাবাদে অর্ধ লাখ টাকা ব্যয় হয়েছে তার। চাষাবাদ নষ্ট করে দেওয়ায় সংসারের খাদ্য চাহিদা মেটাতে বেকায়দায় পড়তে হবে। জোরপূর্বক উক্ত ফসলি জমি দখলে নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী আস্তানা গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য, নুরুল আবছার চৌধুরী ঘটনাস্থল ঘুরে এসে ক্ষোভ প্রকাশ করে বলেন, অনতিবিলম্বে রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে কৃষক আবদুস ছাত্তারের পরিবারকে সন্ত্রাসী রোহিঙ্গাদের কবল থেকে নিরাপত্তার দাবি জানান।

এ ব্যাপারে ক্যাম্প-৭ এর (সিআইসি) মোঃ হাফিজুর রহমান বলেন, সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version