parbattanews

রোহিঙ্গা বিতাড়নের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন সুচি!


তিন সপ্তাহে প্রায় চার লাখ রোহিঙ্গাকে দেশছাড়া করার পর রাখাইন পরিস্থিতি নিয়ে আগামী সপ্তাহে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচি।

বুধবার মিয়ানমার সরকারের মুখপাত্র যও থে এ তথ্য জানিয়েছেন।

১৯ সেপ্টেম্বরের ভাষণে সুচি জাতীয় ঐক্য ও শান্তির ডাক দেবেন। একই সঙ্গে সুচি মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেবেন বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি জানান, আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার কথা সুচির। তবে রোহিঙ্গা নিপীড়ন নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে এ অধিবেশনে যাচ্ছেন না তিনি।

২৫ আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নজিরবিহীন নির্যাতন চললেও সেনা নিপীড়নের ব্যাপারে নিশ্চুপ মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা সুচি। পুরো ঘটনার জন্য তিনি দায় চাপিয়ে আসছেন সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর ওপর।

যদিও লাখ লাখ রোহিঙ্গা কী কারণে মিয়ানমার ছেড়ে পালিয়েছে, সে প্রসঙ্গ এড়িয়ে গেছেন অং সান সুচি।

Exit mobile version