parbattanews

রোহিঙ্গা ভর্তি আরও ৯ নৌকা ফিরিয়ে দিয়েছে বিজিবি

রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ৪ টি পয়েন্ট দিয়ে ৯ টি রোহিঙ্গা বোঝাই নৌকা মিয়ানমারে ফেরৎ পাঠিয়েছে বিজিবি। একই সময় উখিয়া সীমান্ত দিয়ে ৫ রোহিঙ্গাকে ফেরৎ পাঠানো হয়।

টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়ানের অধিনায়ক  লে, কর্নেল আবু জার আল জাহিদ জানান, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ে নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে সীমান্তের শুন্য রেখা থেকেই নৌকাগুলোকে মিয়ানমারের দিকে ফেরৎ পাঠিয়ে দেয়া হয়েছে।এসব নৌকার প্রতিটিতে ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা থাকতে পারে বলে ধারনা করছেন তিনি।

অপরদিকে ককসবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লে, কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বুধবার রাতে উখিয়া সীমান্ত দিয়ে ৫ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরৎ পাঠানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর সকাল পর্যন্ত ২৪০ নৌকায় প্রায় দুই হাজার ৩০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল।পরে তাদের বাঁধা দিয়ে ফেরত পাঠানো হয়।

Exit mobile version