ইয়াবা ও কার্তুজসহ রোহিঙ্গা যুবক আটক

fec-image

টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং-২২ নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে ৩০০ ইয়াবা ও ৯ রাউন্ড কার্তুজসহ মোহাম্মদ রাজিব (২১) নামের রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ পায়েল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সোয়া ছয়টার দিকে তাকে আটক করা হয়েছে।

আটক রোহিঙ্গা যুবক ওই ক্যাম্পের ডি/১ ব্লকের মোহাম্মদ আবুল আলমের ছেলে। যার এফ সিএন নং-২৪৯৪৬৫ ঘর নং-৮৮৭।

১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম মঙ্গলবার বিকালে খবরটি জানিয়েছেন।

তিনি জানান, ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ পায়েল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোহাম্মদ রাজিবকে আটক করেন।

তার বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র ও মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদক ও অপরাধ নির্মূলে ক্যাম্পে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ১৬-আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন) এর কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, রোহিঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন