রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম প্রত্যাহার!

fec-image

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ আবুল কালাম এনডিসি (অতিরিক্ত সচিব) কে প্রত্যাহার করা হয়েছে। তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে নিয়োগপূর্বক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বরের মধ্যে মোহাম্মদ আবুল কালামকে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওইদিন অপরাহ্নে তাকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবে।

ত্রিফল আরসিসহ বিভিন্ন ক্যাম্পের ৩ সিআইসিকেও প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে নতুন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মাহবুব আলম তালুকদারকে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আরআরআরসি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন