parbattanews

রোহিঙ্গা শিবিরের সেতুর নীচ থেকে রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে মো. রফিক (২২) নামের এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ আগস্ট) সকালে ২৭ নম্বর হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা শিবির সংলগ্ন সেতুর নীচ থেকে ওই রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ২৬ নম্বর রোহিঙ্গা শিবিরের ই -৫ এর আশ্রিত রোহিঙ্গা মোহাম্মদ হোছনের ছেলে ছিলেন।

টেকনাফ থানার ওসি তদন্ত আব্দুল আলীম জানান, জনৈক রোহিঙ্গার একটি মরদেহ পড়ে রয়েছে এমন সংবাদে থানা পুলিশ ও সংশ্লিষ্ট এপিবিএন পুলিশের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে যাচাই বাছাই করে রোহিঙ্গা রফিক বলে চিহ্নিত করা হয়। সেই সাথে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, ২৭ নম্বর শালবাগান শিবিরে সক্রিয় থাকা রোহিঙ্গা দুর্বৃত্তরা খুন করে সেতুর নীচে ফেলে দেয়।

আব্দুল আলীম জানান, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সেই সাথে তার পরিবারের লোকজন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Exit mobile version