parbattanews

রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে কিশোরকে অপহরণের অভিযোগ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আবদুর রহমান আবছার (১৬) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।

আবদুর রহমান আবছার বড়ডেইল পাহাড়ি এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে।

এ সময় মোহাম্মদ শরীফ (৩০) নামে এক পানচাষি পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ শরীফ ওই এলাকার সোনা আলীর ছেলে। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নূরুল ইসলাম জানান, সকালে পাহাড়ের কিনারায় পানের বরজে কাজ করতে যান আবদুর রহমান আবছার ও মোহাম্মদ শরীফ। এ সময় পাহাড় থেকে একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী হামলা করে আবছারকে ধরে ফেলে। মোহাম্মদ শরীফ ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নূর মোহাম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর পৃথক ঘটনায় দুই বাংলাদেশিকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এসব ঘটনায় তিন জন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে আসতে পারে পরে অপহৃত দুই জন মুক্তিপণে ছাড়া পান।

Exit mobile version