parbattanews

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপানকে পাশে পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি:

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে জাপান। রোহিঙ্গা দমন-পীড়নের মধ্যে মিয়ানমারের প্রতি সব ধরনের সমর্থনের প্রতিশ্রুতির দুই দিন বাদেই এ সঙ্কট সমাধানে বাংলাদেশকেও ‘পূর্ণ সমর্থন’ দেওয়ার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকের পর জাপানের মন্ত্রী সাংবাদিকদের বলেন, “বিষয়টি (রোহিঙ্গা) জাপানের জন্যও উৎকণ্ঠার।

বৈঠকশেষে শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, রোহিঙ্গা ইস্যুতে চলমান সংকট নিরসনে নিরাপত্তা পরিষদের বৈঠকসহ সবখানে বাংলাদেশের প্রতি সমর্থনের জন্য জাপানের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে জাপানের সহায়তা সবসময় পাবে বলে হোরি পুনর্ব্যক্ত করেছেন এবং কফি আনান কমিশন রিপোর্টের বাস্তবায়নের কথাও বলেছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

জাপানের উপ-পরাষ্ট্রমন্ত্রী জানান, বিপুল সংখ্যক রোহিঙ্গা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়ায় তারা উদ্বিগ্ন। সংকট সমাধানে বাংলাদেশকে সবধরনের সহযোগিতা করার কথাও জানান তিনি।

এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তৃতীয় বৈঠক সামনে রেখে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও মিশরসহ নয়টি দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ. এইচ. মাহমুদ আলী। বৈঠকে রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশে তাদের আশ্রয় দেয়া ও অবিলম্বে মিয়ানমারে ফেরত নেয়ার বিষয়ে করণীয় সম্পর্কে রাষ্ট্রদূতদের অবহিত করা হচ্ছে।

Exit mobile version