parbattanews

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

 

রোয়াংছড়ি প্রতিনিধি:

রোয়াংছড়ি উপজেলায় ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার তুলাছড়ি আগা পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ি ঘর পুড়ে যাওয়ায় ৩টি পরিবারের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে রোয়াংছড়ি উপজেলা প্রশাসন ও রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদ কর্তৃক যৌথ ভাবে উপজেলায় পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাউসাং মারমা উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলায় নির্বাহী অফিসার মো. দাউদ হোসেন চৌধুরী, পুরুষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, রোয়াংছড়ি সদর ইউপির চেয়ারম্যান চহ্লামং মারমা, ত্রাণ কর্মকর্তা (পিআইও) তর্পন দেওয়ান প্রমুখ।

সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯জুন) পদামা ত্রিপুরার বাড়ির রান্না ঘর থেকে আগুনে সূত্রপাত হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় পদামা বাড়ির লোকজন জুমের কাজে ব্যস্ত ছিলেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় মনিজয় ত্রিপুরা, রামন্দ ত্রিপুরা এবং পদামা ত্রিপুরার নামে ৩টি পরিবার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আরও আশে পাশে থাকার ২টি বাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে প্রায় ১০ লক্ষাধিক টাকা ধরা হচ্ছে।

Exit mobile version