parbattanews

রোয়াংছড়িতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


রোয়াংছড়ি প্রতিনিধি: রোয়াংছড়ি উপজেলায় তারাছা ইউনিয়নে বেতছড়া বাজার ও আর্মি ক্যাম্পে পাশে সাঙ্গুনদীর চরের মধ্যে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে।

এলাকাবাসী লাশ দেখে খবর দিলে রোয়াংছড়ি থানা অফিসার ইনর্চাজ (ওসি) ওমর আলীর নেতৃত্বে এক দল পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করতে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তারাছা ইউনিয়নে বেতছাড়া বাজার এলাকার সাঙ্গু নদী পাশে চরে মাটি চাপার পড়ে গলিত লাশ দেখা যায়। তবে এ লাশটি পুরুষ নাকি মহিলা তা সনাক্ত করা যায়নি।

স্থানীয়রা ধারণা করছেন, টানা ভারী বর্ষণে রুমা বান্দরবান সড়কে পাহাড় ধসের ঘটনায় ৪ জন নিখোঁজের মধ্যে একজনের লাশ হতে পারে এটি।

উল্লেখ্য, গত সোমবার সকালে বাঁশখালী উপজেলার সাঙ্গুনদীতে ভাসামান অবস্থায় রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার কল্যাণ সহকারি মুন্নি বড়ুয়ার লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে উদ্ধার করা লাশটি আত্মীয়-স্বজনরা বান্দরবানে নিয়ে আসে। ওই পাহাড় ধসের কবলে পড়া বাকী ৩ জনের নিখোঁজ ছিল। নিখোঁজরা হলেন সিংমেচিং মারমা, রুমা শাখা কৃষি ব্যাংককের কর্মকর্তা গৌতম কুমার নন্দী, রুমা পোষ্ট মাস্টার রবিউল। ঘটনার পর নিখোঁজদের জেলার দমকল বাহিনীর সদস্য,সেনা সদস্য, রেডক্রিসেন্ট সদস্যরা উদ্ধারের অভিযান চালিয়েও খুঁজ পায়নি।

এব্যাপারে রোয়াংছড়ি থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. ওমর আলী বলেন আমরা স্পটে যাচ্ছি। নিখোঁজ কারো লাশ কিনা তা সনাক্ত করতে স্বজনদেরকে খবর দেওয়া হচ্ছে। তবে আত্মীয়-স্বজনরা সনাক্ত করতে না পারলে ডিএনএ টেষ্ট করে সনাক্ত করা হবে।

Exit mobile version