parbattanews

রোয়াংছড়িতে কমিউনিটি পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

Police pic 22.08

রোয়াংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থানা কর্তৃক আয়োজিত রোয়াংছড়ি সদর ইউনিয়ন এবং আলেক্ষ্যং ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কমিউনিটি পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ওয়াগই পাড়া এলাকায় ইউসুফ সওদাগরের দোকানের সামনে এক পুলিশং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর আলী’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, অত্র থানায় পুলিশ কর্মকর্তা এবংঅন্যান্য পুলিশ সদস্যসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক অত্র এলাকাতে চুরি কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে। আগে এরূপ ঘটনা হয়নি বলে চলে। সাম্প্রতিক এলাকায় চোর এবং সন্ত্রাসীদের বৃদ্ধি পাওয়ায় এদের দমন করতে হলে পুলিশের পাশাপাশি স্থানীয় এলাকার সচেতন নাগরিকদের সহযোগীতা প্রয়োজন বলে মনে করেন। পুলিশ সবসময় জনগণে সেবায় নিয়োজিত আছেন। রাতের বেলায় আইনশৃঙ্খলা রক্ষারি বাহিনীরা ফোর্স নিয়ে এলাকার তহল থাকে।

শুধু তাই নয়,যারা দোকানদার বা ব্যবসায়ী তাদেরও এগিয়ে আসতে হবে। তবে রাতে নিজেদের দোকানে থাকতে হবে। দোকানে মালিকরা না থাকলে চোররা চুরি করতে সুবিধা হয়ে যায়। তাই এলাকার সচেতন নাগরিকসহ দোকান বা ব্যবসায়ীদের প্রতি এলার্ট থাকা আহ্বান জানান।

উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্তর কর্মকর্তা (ওসি) মো. ওমর আলী এবং রোয়াংছড়ি উপজেলা আওয়ামী ছাত্রলীগের সভাপতি সুমনজয় তঞ্চঙ্গ্যা প্রমূখ।

Exit mobile version