parbattanews

রোয়াংছড়িতে কমিউনিটি পুলিশিং ডে : পুলিশ ও জনগণের বন্ধুত্ব হিসেবে সেতুবন্ধন

মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র এর শ্লোগান সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে থানা পুলিশের আয়োজনের কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালি ও আলোচনার মধ‍্য দিয়ে পালিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ কবির সভা সঞ্চালনায় সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং কমিটি সভাপতি ও ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা তদন্ত (ওসি) মো: মনির হোসেন, রোয়াংছড়ি ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মেম্বার গান্ডিলাল তঞ্চঙ্গ্যা, এস.আই মো: আলমগীর, দোয়েল, এ.এস.আই নাজিম, এএসআই মো: হারুন, বাজার সভাপতি দিপক ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক বিজিৎ বড়ুয়া, মো: সওদাগর আহম্মদ হোসেন।

এসময় আলোচনা সভায় প্রধান অতিথি চেয়ারম্যান চহাইমং মারমা বলেন, মুজিব বর্ষের সরকারের উদ্যোগের জনগণের সাথে পুলিশের সম্পৃক্ত রেখে পাড়ায় ও প্রত‍্যেকটি মহল্লায় সচেতনমূলক গড়ে তুলতে হবে। ব‍্যাপক প্রচার প্রসার করে জনগণের সাথে সমাঝোতা রেখে মাদক বিরোধী কাজ করতে হবে। বর্তমানে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করার পর থেকে পুলিশ আর জনগণের বন্ধত্ব হিসেবে সেতুবন্ধন হয়েছে।

Exit mobile version