parbattanews

রোয়াংছড়িতে গ্রীনহিল শৈলী প্রকল্প সমাপনী অনুষ্ঠান

Ro pic 23.08.16

রোয়াংছড়ি প্রতিনিধি :

রোয়াংছড়িতে গ্রীনহিলে একটি শৈলী প্রকল্প কার্যাক্রম ৩ বছর পর মেয়াদ শেষে সমাপনী অনুষ্ঠান সমপন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা সভাপতিত্বে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে মহিলা সদস্য থুইনুপ্রু মারমা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পুলুমা মারমা, উপজেলা প্রাণী সম্পদ সহকারি কর্মকর্তা, গ্রীনহিলে ডিএসএল কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, গ্রীনহিলে রোয়াংছড়ি উপজেলা কর্মকর্তা স্বরো চাকমা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন গ্রীনহিলের স্টাফ সিডিও প্রিন্সমং মারমা, ক্যমাচিং মারমা, তোরিৎ তঞ্চঙ্গ্যা, বেলাল হোসেন, মিথুন চাকমা, এলাকার সমাজসেবক, সমাজকর্মী, মেম্বার, স্থানীয় সংবাদকর্মী সাথোয়াইঅং মারমা, কারবারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন ৩ পার্বত্য জেলা শৈলী বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছে। প্রকল্প চলাকালীন সুবিধা-অসুবিধা সমস্যাগুলো আলোচনায় উঠে আসে। এই কাজের দ্বারা গ্রামের মানুষের ৯০শতাংশ জীবন মানন্নোয়নে পরিবর্তন এবং সফল হয়েছে।

Exit mobile version