parbattanews

রোয়াংছড়িতে ছাত্রদের নাস্তার টাকা থেকে ত্রাণ পেল ৭০ হতদরিদ্র পরিবার

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা নোয়াপতং ইউনিয়নের খায়াম্রং পাড়া, গংখাং পাড়া, শীলছড়িসহ দুর্গম পাড়াতে ৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পড়ুয়া ছাত্র সংগঠন।

সোমবার (১৩ এপ্রিল) ত্রাণ বিতরণে সময় উপস্থিত ছিলেন বান্দরবান স্টুডেন্ট এসোসিয়েশনের (বিএসএমসিইউ) সভাপতির পুলু মারমা, সহ সভাপতি মিলন মারমা, সাধারণ সম্পাদকা মো. সাদ্দাম হোসেন মানিক, বান্দরবান মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের (বিএমএসএ) সভাপতির ডাক্তার বেনজির জাহাঙ্গীর নুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আলভী, প্রচার সম্পাদক মো. ইরফান, বান্দরবান বিডি ক্লিন সভাপতির মো. আবু রক্কর, বান্দরবান জাদীটং যুব সংঘ এর সভাপতি উহ্লামং মারমা, চমং মারমা,মংনি মারমা।

সূত্রে জানা গেছে, বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা দৈনিক নিজেদের সঞ্চিত নাস্তার টাকাকে যার যার ছাত্র সংগঠনের মিলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও মাহামারী জনিত কারণে কর্মহীন ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বৌদ্ধ সম্পাদায়ের মহা সাংগ্রাই, বৈসু, বিজু (বৈসাবি) উপলক্ষ্যে উদ্দেশ্য করে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ খাদ্য সামগ্রী উপহার হিসেবে সামাজিক দূরত্বতা রেখে বিতরণ করা হয়েছে। পাশাপাশি নিজেদের ত্রাণ গরিবের পরিবারের ঘরে পৌঁছে দিচ্ছে শিক্ষার্থীরা।

Exit mobile version