parbattanews

রোয়াংছড়িতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

রোয়াংছড়ি প্রতিনিধি:

বান্দরবানে রোয়াংছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান রোয়াংছড়ি সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ক্যবামং মারমা শিশুদেরকে কৃমিনাশক ঔষধ খাওয়ানোর মধ্যদিয়ে এ কার্যক্রমটি উদ্বোধন করেন।

ওই অনুষ্ঠানে রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংহ্লাপ্রু মারমার সার্বিক ত্বত্তাবধান ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা স্বাস্থ্য ত্বত্তাবধায়ক নবাব মিয়া, স্বাস্থ্য পরিদর্শক উথোয়াইখয় মারমা, প্রধান শিক্ষক উচহ্লামং মারমা, সহকারী শিক্ষক রাজপুরী তঞ্চঙ্গ্যা, সহকারী শিক্ষক মাথুইচিং মারমা, বেসরকারি সংস্থা গ্রীনহিল (এনজিও) এ কর্মরত স্বাস্থ্য পরিদর্শিকাসহ ৭ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

সূত্রে জানা গেছে, উপজেলা ৫-১৬ বছর বয়সী বিদ্যালয়ের শিক্ষার্থী ও বহির্ভূত শিশুর লক্ষ্য মাত্রা ৬ হাজার ১ শত ৬৫ জন, রোয়াংছড়ি ২ হাজার ৮ শত ১৫জন, তারাছা ১ হাজার ৫ শত ৬৮জন, আলেক্ষ্যং ৯ শত, নোয়াপতং ৮ শত ৮২জন সরকারি ও বেসরকারি বিদ্যালয় মোট ৭৫টি ক্ষুদে ডা. কর্তৃক খাওয়ানো হবে।

এসময় প্রত্যেক শিক্ষককে ক্লাস করার সময় পরিষ্কার পরিছন্নতা ও স্বাস্থ্য বিষয়ের ওপর উদ্বুদ্ধ করার জন্য পরামর্শ দেন। ওই বিদ্যালয়ে এক শিক্ষার্থীকে নিয়ে হাত ধোঁয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে একটি নাটিকার মাধ্যমে উপস্থাপন করেন।

Exit mobile version