parbattanews

রোয়াংছড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা


রোয়াংছড়ি প্রতিনিধি:

রোয়াংছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা উপজেলা নির্বাহীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত এর আলোচনা সভা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাউসাং মারমা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমপি’র প্রতিনিধি নেইতং বইতিং বম, যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মকর্তা পুলুপ্রু মারমা, রোয়াংছড়ি শাখা সোনালী ব্যাংক ম্যানেজার হোছাইন মোহাম্মদ মহিউদ্দীন, ডা. সুমন চৌধুরী, ইউএফও শান্তিজয় তঞ্চঙ্গ্যা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান, বিআরডিবি কর্মকর্তা পুলুমা মারমা, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার কামাল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

সভায় নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা ও চেয়ারম্যান মাউসাং মারমা বলেন, নানা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি হাতে নিয়েছি। এবারে ভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে শাহাদাৎ বার্ষিকী পালন করা হবে। ওই দিবসের পূর্বে শিশু শ্রেণী থেকে শুরু করে উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে কবিতা লিখন, রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর শৈশব কাল, চিত্রাঙ্কনসহ বিভিন্ন খেলা ধূলা ইত্যাদির আয়োজন করা হয়েছে।

এই অনুষ্ঠানে সকল শিক্ষার্থীর স্তঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণের লক্ষ্যে শিক্ষা অফিসার কামাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। তবে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের উপস্থিত থেকে সার্বিক সহযোগিতার কামনা করেন।

Exit mobile version