parbattanews

রোয়াংছড়িতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

রোয়াংছড়ি প্রতিনিধি:

‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র সহযোগিতায় ও বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ সাপ্তহ উপলক্ষে মানববন্ধন করা হয়েছে।

পরে দিবসটি উপলক্ষে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় কমিটি সদস্য সচিব শিক্ষক উথোয়াই মারমা’র সঞ্চালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ সভাপতি অংচমং মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বোধিচন্দ্র তঞ্চঙ্গ্যা।

এসময় আলোচনা সভায় বক্তারা দুর্নীতি করবো না, মানবো না, সইবো না, এমন বাক্য উচ্চারণ করেন এবং দুর্নীতি প্রতিরোধ করতে সকল শ্রেণি পেশার মানুষকে এগিযে আসার আহ্বান জানান।

বক্তারা বলেন, দুর্নীতিগ্রস্ত দেশ উন্নতির দিকে এগিয়ে যেতে পারে না। আগামীতে দুর্নীতি মুক্ত দেশ গড়েতে সকলেরই এগিয়ে আসতে হবে। বক্তারা সচেতন নাগরিকদের প্রতি দুর্নীতি বিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রীসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Exit mobile version