parbattanews

রোয়াংছড়িতে নবনির্বাচিত ইউপি’র সাধারণ ও সংরক্ষিত সদস্যাদের শপথ গ্রহণ সম্পন্ন

রোয়াংছড়ি প্রতিনিধি:

রোয়াংছড়ি উপজেলায় পরিষদের মিলনায়তনে ৪৮জন সাধারণ সদস্য ও মহিলা সদস্যাগণ শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন (ইউএনও) শপথ বাক্য পাঠ করান। যুব উন্নয়ন কর্মকর্তা পুলুপ্রু মারমা সভায় সঞ্চালানায় নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন (ইউএনও) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলায় পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রোয়াংছড়ি ক্যাম কমান্ডার লেপটেনেন্ট মো. ওমর, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও মন্ত্রী প্রতিনিধি নেতং বুইতিং বম, উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমাসহ আরো আনেকে।

এ সময় বক্তার বলেন, শপথ গ্রহণ করে দায়িত্ব ভার তুলে দিচ্ছে সরকার। এর মাধ্যমে প্রতিটি ইউনিয়নের শাসনভার কাঁধে তুলে নিয়ে নিজ নিজ এলাকার উন্নয়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরো বলেন বর্তমানে সরকার তথ্য ও বিজ্ঞান প্রযু্িক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যাগণ জনগণের পাশে থেকে পরস্পরের সার্বিক সযোগিতা মাধ্যমে কাজ করার পরামর্শে দেন।

Exit mobile version