parbattanews

রোয়াংছড়িতে নবাগত নির্বাহী অফিসারকে বিদায় ও বরণ

 

বোয়াংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়িতে  নবাগত নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিলকে বরণ এবং নির্বাহী অফিসার মো. দিদারুল আলমকে অনুষ্ঠানিকতার মাধ্যমে বিদায় জানানো হয়েছে।

মঙ্গলবার (২৫ তারিখ) বিকাল সাড়ে ৪টায়  উপজেলা প্রশাসন ও ৪ ইউপি চেয়ারম্যানের উদ্যোগে রোয়াংছড়ি উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের অন্যতম সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সদ্য বিদায়ী নির্বাহী অফিসার মো. দিদারুল আলম, নবাগত নির্বাহী অফিসার মো. শফিকুল রিদোয়ান আরমান শাকিল, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম চৌধুরী, রোয়াংছড়ি কলেজের প্রভাষক উহাইসিং মারমা, মংচসিং মারমা, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা প্রমুখ।

রোয়াংছড়ি উপজেলার মাধ্যমিক সুপার ভাইজার মো. নুর নবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রোয়াংছড়ি থানা ওসি মো. শহীদুল ইসলামচৌধুরী, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক অমর বিকাশ তঞ্চঙ্গ্যা, হিসাব রক্ষণ অফিসের সিনিয়র অডিটর মো. মমতাজ উদ্দিন, প্রেসক্লাব প্রতিনিধি প্রমুখ।

এসময় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায় ও বরণ অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Exit mobile version