parbattanews

রোয়াংছড়িতে নোয়াপতং খালের ওপর গার্ডার ব্রিজসহ দুটি প্রকল্প উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক রোয়াংছড়ি:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা নোয়াপতং ইউনিয়নে বান্দরবান সদর উপজেলা রাজবিলা ইউনিয়ন ও রোয়াংছড়ি উপজেলা নোয়াপতং ইউনিয়নে সংযোগ সড়ক হিসেবে নোয়াপতং খালের ওপর একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের ফলে পাশাপাশি দুটি ইউনিয়নবাসীর রোয়াংছড়ি উপজেলা সদরের যাতায়াতের সুযোগ হয়েছে। বহুদিনের আকাঙ্খা ও স্বপ্লপূরণ হয়েছে এলাকাবাসীর।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্প পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

এসময় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ,পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, তিংতিংম্যা মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত প্রকৌশলী ইয়াছির আরাফাত, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলম, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম চৌধুরী (ওসি), রোয়াংছড়ি সদর চেয়ারম্যান চহ্লামং মারমা প্রমুখ।

প্রতিমন্ত্রী একই সময়ে বাঘমারা বাজার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত জামে মসজিদ উদ্বোধন করেন। পরে বাঘমারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

Exit mobile version