parbattanews

রোয়াংছড়িতে পশুপালনে নগদ অর্থ ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের রোয়াংছড়িতে কম্প্যাশন অর্থায়নে সিডিসি পরিচালনায় (কমিউনিটি ডেভলাপমেন্ট কনর্সান) পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় কম্প্যাশন সভা মিলনায়তনে গোরমতি, বারি, আম্র পালি, জাম্বুরা, বড়ইয়ের ৬৩০টি ফলদ চারা, স্বাস্থ্য সরঞ্জামাদি, শিক্ষা উপকরণ ও পশুর পালনের লক্ষে প্রতি পরিবারকে ৪ হাজার ৫০০ টাকা করে ১৪টি দুস্থ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে সাংময় বম পরিচালনায় ঙুনথাং সাইলুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমপ্যাশনের ব্যবস্থাপক লালরামকাপ বম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসাদুজ্জামান, সোয়ানলু পাড়া কারবারী (গ্রাম প্রধান) সাপত্লাই বম।

Exit mobile version