parbattanews

রোয়াংছড়িতে প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা প্রদানের তালিকা বাছাই

উম্মক্ত পদ্ধতিতে ভাতা তালিকা বাছাই কার্যক্রম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা প্রশাসন ও সমাজ সেবার অধিপ্তরের আয়োজনে ২০১৯-২০২০ অর্থ বছরে অতিরিক্ত বরাদ্দপ্রাপ্ত বিধবা, স্বামী নিগৃহীতা মাহিলা, অসচ্ছল প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা প্রদানের লক্ষ্যে আলেক্ষ্যং ইউনিয়ন ওয়াগয় পাড়ার অস্থায়ী কার্যালয়ে নতুন তাকিায় ভুক্ত ভাতাভোগীদের নিয়ে উন্মুক্ত বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি ) আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা।

সাথে উপস্থিত ছিলেন আলেক্ষ্যং ইউনিয়নে চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, সমাজ সেবার অফিসার বরুণ দে, একাডেমিক সুপারভাইজতার মো: নরুনবী, ৯নং ওয়ার্ড ইউপি মেম্বার ভারত সেন, ইউপি সচিব লিটন পাল।

এদিকে দুপুরে রোয়াংছড়ি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান লালঅং বম, ইউপি মেম্বার মেচিংঅং মারমা, আপ্রুমে মারমা, সমাজ সেবা স্টাফ লিলিপ্রু মারমা, ম্যাছাই রাখাইন উপস্থিতে নতুন অর্থবছরে বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন ভাতা প্রদানে তালিকার প্রণয়ন ও বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন কেবল রোয়াংছড়ি উপজেলায় এমন তালিকা বাছাই এর অনুষ্ঠান সর্বপ্রথম হয়েছে। ভাতা প্রদানে নতুন তালিকাতে যারা নিশা আষক্ত আছে, তাদেরকে নিশা পান ত্যাগ করতে হবে। রোয়াংছড়িতে মাদকামুক্ত সমাজ গড়তে চাই। এর পাশাপাশি সকলকে সোচ্চার হতে হবে।

তিনি আরও বলেন, যারা প্রকৃত ভাতা প্রাপ্য তারা যেন নতুন তালিকা থেকে বাদ না পড়ে। সে দিকে লক্ষ্য রেখে কাজ করা  পরামর্শ দেন।

এসময় নতুন তালিকায় ভুক্ত ভাতাভোগীর ও ইউনিয়নে সকল ইউপি সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version