parbattanews

 রোয়াংছড়িতে ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক,বান্দরবান:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা উইনিয়নে ভিজিডি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপকারভোগীদের বিভিন্ন নয় ছয় কথা বলে কার্ড প্রতি ছয়’শ টাকা আদায় করার অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, সরকারী হিসাব মতে কার্ডধারীদের প্রতিমাসে চাউল বিতরণের বিপরীতে ২০০ টাকা সঞ্চয় নেয়ার কথা। কিন্তু ইউপি সদস্যরা আদায় করেছে ৬০০ টাকা। সে হিসেবে ৪৫০টি ভিজিডি কার্ডে ২ লাখ ৭০ হাজার টাকা ভিজিডি খাতে অনিয়ম করেছে ২নং তারাছা ইউপি।

ভুক্তভোগীরা জানান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোর্শেদ আলম ৬০০ থেকে এক হাজার টাকার বিনিময়ে উপকার ভোগীদের কার্ড বিক্রি করেছেন। আবেদনকারী যারা টাকা দেয়নি তাদের কার্ডও দেয়া হয়নি।

আলীমা বেগম প্রকাশ জোহরার মা জানান, ভিজিডি কার্ড পাওয়ার জন্য সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্যাকে তিনশ টাকাসহ চেয়ারম্যানের উপস্থিতিতে ৫মাস আগে আবেদন জমা দিয়েছি।  টাকা কম হওয়ায় এখনো পর্যন্ত কার্ড দেয়নি।

ইউপি সদস্য মোর্শেদ আলম জানান, নাম নিবন্ধন ও বিভিন্ন খরচ বাবদ ৬০০ টাকা নেয়া হয়েছে।

চেয়ারম্যান উথোয়াই চিং মার্মা জানান, ৬০০ টাকা নেয়ার বিষয়টি আমি জানতাম না, এখন জেনেছি।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী জানান, ভিজিডি কার্ডের সঞ্চয় বাবদ ২০০ টাকা নেয়া যাবে। অতিরিক্ত নেয়ার সুযোগ নাই। আদায় করলে তা আইনী ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version