রোয়াংছড়িতে লীন কারিতাস থেকে করোনা প্রতিরোধে স্বাস্থ্য উপকরণ বিতরণ

fec-image

বান্দরবানের রোয়াংছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস ১৯২টি পাড়ায় করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করেছে।

মঙ্গলবার সকালে রোয়াংছড়ি উপজেলা পরিষদের সামনে হাত ধোয়া ও স্বাস্থ্য বিষয়ক উপকরণ ১০০লিটার ধারণ ক্ষমতা প্লাষ্টিক গাজী ট্যাংক, প্লাষ্টিক ঝাড়কেন, শিক হুক, সোপি পানি হোল্ডার এবং ব্লিসিং পাউডার বিতরণ করা হয়।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল্লাহ আল জাবেদ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি ও রোয়াংছড়ি উপজেলা (অতিরিক্ত) জনস্বাস্থ্য প্রকৌশলী মো: মনজেল হোসেন, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মো: কামাল হোসেন, উপজেলা লীন প্রকল্পের মার্কেট এক্সেন এন্ড কমিউনিটি মোবালাইজেশন কর্মকর্তা জেমস লাল থার ঙাক বম, নিউট্রিশন এন্ড ওয়াশ ফেসিটিটেটর মেসিংনু মারমা, জনস্বাস্থ্য প্রকৌশলী স্টাফ মো: জহিরুল ইসলাম,আরএফএল এর কো-অর্ডিনেটর মো: আমির।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, কারিতাস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন