parbattanews

রোয়াংছড়িতে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছ্বসিত

বান্দরবানের রোয়াংছড়িতে সরকারি ও বেসরকারি ৭৮টি প্রাথমিক বিদ্যালয়, কচ্ছপতলি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদযাপন করা হয়েছে।

প্রথমে রোয়াংছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (১লা জানুয়ারী ২০২০) বই উৎসব অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাকারিয়া হায়দার, সহকারী শিক্ষা অফিসার মো. কামাল হোসেন, প্রধান শিক্ষা চয়ইমং মারমা।

এদিকে তুলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান শিক্ষক শিমন দাশ গুপ্ত।

পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকারিয়া হায়দার বলেন, ২০১৯ সালে সকলেরই প্রচেষ্টায় সমাপনী পরীক্ষাতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রকাশিত ফলাফলে দেখা যায়, পূর্বের চাইতে ভাল হয়েছে। আগামীতেও ভাল ফলাফলের প্রত্যয়ে রোয়াংছড়ি উপজেলা ৭৮টি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ২৯ হাজার ৭৪৩টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

Exit mobile version