parbattanews

রোয়াংছড়িতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

R pic 13.08

রোয়াংছড়ি প্রতিনিধি:

বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে দূর্গম এলাকা বান্দরবান জেলা রোয়াংছড়ির শিক্ষার্থীরা। দেশে বিদেশের নানা খবরা খবর শিক্ষার্থীরা ক্লাস রুমে বসে জানতে পারছে। পুস্তকের পাঠ্যসূচির বিষয়ে ক্লাসে বসে কম্পিউটার থেকে ধারণা পাচ্ছে শিক্ষার্থীরা। এসব সুবিধা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব কম্পিউটার স্থাপনের মাধ্যমে।

রোয়াংছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রোয়াংছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিতব্য শেখ রাসেল ডিজিটাল ল্যাব ভিডিও কমফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টার অনুষ্ঠিত রোয়াংছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে ভিডিও কমফারেন্সে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পার্থপ্রতিম দেব, বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক দিলীপ কুমার বণীক, বান্দরবান জেলা পুলিশ সুপার রঞ্জিত কুমার রায়, বান্দরবানে জেলা আ.লীগে সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. ইসলাম বিবি, রোয়াংছড়ি উপজেলা বিদায়ী নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, নবাগত নির্বাহী কর্মকর্তা মো. দাউদ হোসেন, বান্দরবানে জেলা আ.লীগে যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ, জেলা আ.লীগে যুগ্ম সাধারণ সম্পাদক ও রোয়াংছড়ি উপজেলায় পরিষদের সাবেক চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা, রোয়াংছড়ি উপজেলা আ.লীগে সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর আলী, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, প্রধান শিক্ষক আব্দুস সবুর, সিনিয়র সকারি শিক্ষক বোধিচন্দ্র তঞ্চঙ্গ্যা। এ সময় অনুষ্ঠানে উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীর এবং আ.লীগে জেলা উপজেলা অঙ্গসযোগী সংগঠনে নেতা কর্মীরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version