parbattanews

রোয়াংছড়িতে সরকারি নির্দেশ অমান্য করায় জরিমানা

বান্দরবানের রোয়াংছড়িতে সরকারি নির্দেশ অমান্য করায় বনমালি মজুমদার (৪৮) নামে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা।

সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারী কোভিড-১৯, নোভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষে সরকারি নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে নেমে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এমন অবস্থায় আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ড ওয়াগয় পাড়া বাসিন্দা মৃত মনিচন্দ্র মজুমদার এর ছেলে বনমালি মজুমদার সরকারি নির্দেশ ও আইন অমান্য করেন।

তিনি সোমবার (২০ এপ্রিল) রোয়াংছড়ি থেকে চট্টগ্রাম জেলাধীন সাতকানিয়া উপজেলাতে গিয়েছিলেন। পরের দিন মঙ্গলবার সকালে (২১ এপ্রিল) এলাকাবাসীদের মধ্যে জানাজানি হলে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন।

পরে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বনমালি মজুমদারকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা জরিমানা করা হয়। এছাড়া আশেপাশের থাকার ঘরে লকডাউন করে বনমালি মজুমদারকে ২১ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার পুদম পুষ্প চাকমা।

Exit mobile version