parbattanews

রোয়াংছড়িতে সাড়ে তিন হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস কেপসুল খাওয়ানো হয়েছে


রোয়াংছড়ি প্রতিনিধি : রোয়াংছড়ি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, বাস স্টেশন ও বিভিন্ন স্থানে ভিটামিন এ খাওয়ানো লক্ষে ১০২টি কেন্দ্রের মাধ্যমে ১ থেকে ৫ বছরে শিশুকে ‘এ’ প্লাস ভিটামিন কেপসুল খাওয়ানো হয়েছে।

রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শক উথোয়াইখায় মারমা বলেন, সরকার ঘোষিত নিয়মানুযায়ী প্রত্যেক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস কেপসুল খাওয়ানো হয়েছে। এবার পুরো রোয়াংছড়ি উপজেলাতে ৪টি ইউনিয়নে মধ্যে প্রায় ১০২টি কেন্দ্র স্থাপন করে ঘোষিত কর্মসূচীকে দায়িত্ব পালন করা হচ্ছে। ইতোমধ্যে ৩ হাজার ৫শত ৪ শিশুকে ভিটামিন এ খাওয়াচ্ছে। আরো যারা ঝড়ে পড়ার শিশুদের আছে তাদেরকে খুঁজে বের করে সকলকে এ কেপসুল খাওয়ানো হবে।

Exit mobile version