parbattanews

রোয়াংছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

রোয়াংছড়ি প্রতিনিধি:

বান্দরবান রিজিয়ন ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স সার্বিক সহযোগীতায় বাংলাদেশ সেনাবাহিনী রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের আয়োাজনে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়।

সেবা কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধন করেন ২৬ বীর বান্দরবান সদর জোন, রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের মেজর মো. আলজাবি আসিব।

সোমবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাপ্টেন ও ডেন্টাল সার্জন ডা. আমজাদ, ক্যাপ্টেন ও মেডিকেল অফিসার ডা. রাজন, রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট ফারহান ও আর্মি ক্যাম্পের  অন্যান্য সদস্যসহ এলাকার বিভিন্ন পাড়া প্রধান (কারবারী) ও মেম্বাররা উপস্থিত ছিলেন।

এ সময় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির ক্যাম্পে ক্যাপ্টেন ও ডেন্টাল সার্জন ডা. আমজাদ, ক্যাপ্টেন ও মেডিকেল অফিসার ডা. রাজনসহ ৫-৬ জন সহকারীকে নিয়ে মেডিকেল টিম চিকিৎসার প্রদানে অংশগ্রহণ করে। সেবা গ্রহীতা রোগীরা নিজ সুবিধামত চিকিৎসা সেবা গ্রহণ করেন।

Exit mobile version