রোয়াংছড়ির খায়াম্ররং পাড়ায় নানা আয়োজনে পালিত হল প্রবারণা পূর্ণিমা

rowang-pic-18-10

রোয়াংছড়ি প্রতিনিধি :

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় নোয়াপতং ইউনিয়নে খায়াম্ররং পাড়ায় (মহা: ওয়াগ্যোয় পোয়ে) প্রবারণা পূর্ণিমার নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

গত শনিবার বিকাল থেকে শুরু করে বুদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহি পিঠা তৈরি মহৌৎসব, ফানুস উড়ানো, ছোঁয়াই দান, বুদ্ধপ্রতি বিম্বার ও মূর্তিকে স্নান করানো, দায়ক-দায়িকাদের ধর্মদেশনা প্রদান ও মোমবাতি প্রজ্জ্বলন মধ্যে দিয়ে নানা আয়োজনে ব্যস্ততা সময় কাটিয়েছেন। বুদ্ধ ধর্মে ধারক বাহক ও ধর্মীয় অনুশাসন রক্ষাকারী অনুতর ভিক্ষু সংঘকে দুপুরের খাবার পিণ্ড দানের মাধ্যমে পিণ্ডচারনে ভান্তেরা ভিক্ষা পাত্র নিয়ে সারিবদ্ধ ভাবে পিণ্ডচারন করেন। আর ধর্ম প্রাণ নর-নারীরা নিয়মতান্ত্রিক ভাবে পিণ্ড দান করেন।

এছাড়াও রাতের বেলা স্থানীয়দের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্পী গোষ্ঠীরা বিভিন্ন গানে পরিবেশন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন